• হোম > আইন-অপরাধ | বিশেষ নিউজ > শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিলেন সালাহউদ্দিন

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিলেন সালাহউদ্দিন

  • মঙ্গলবার, ৩ জুন ২০২৫, ১২:৪৮
  • ১৬৭

---

নিজের গুম হওয়ার ঘটনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনকে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ জুন) তিনি এ অভিযোগ জমা দেন।

অভিযোগ জমা দেওয়ার পর সালাহউদ্দিন গণমাধ্যমকে জানান, “আমি দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের হবে—এমন প্রত্যাশা থাকলেও এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

তিনি বলেন, “শেখ হাসিনাসহ গুমে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। এটি কোনো ব্যক্তিগত লড়াই নয়, এটি মানবাধিকার ও আইনের শাসনের প্রশ্ন।”

এর আগে, গত বছরের ১৫ অক্টোবর গুম সংক্রান্ত তদন্ত কমিশনে নিজের নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ জমা দেন তিনি। সেখানেও তিনি একইভাবে ঘটনার দায় সরকারের ওপর আরোপ করেন এবং দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা এলাকা থেকে সালাহউদ্দিন আহমেদ হঠাৎ নিখোঁজ হন। প্রায় দুই মাস পর, ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ।

পরবর্তীতে, ভারতীয় ফরেনার্স অ্যাক্টে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ২০১৮ সালে নিম্ন আদালতে তিনি খালাস পেলেও, ভারত সরকার আপিল করায় তার দেশে ফেরা সম্ভব হয়নি।

সালাহউদ্দিনের অভিযোগটি আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় কীভাবে অগ্রসর হয়, সে বিষয়ে এখন নজর থাকবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দিকেও।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136549 ,   Print Date & Time: Wednesday, 30 July 2025, 02:01:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group