• হোম > জাতীয় | বিশেষ নিউজ > তাজউদ্দীনের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল নিয়ে সারজিসের কড়া প্রতিক্রিয়া

তাজউদ্দীনের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল নিয়ে সারজিসের কড়া প্রতিক্রিয়া

  • বুধবার, ৪ জুন ২০২৫, ১২:০৯
  • ১৭৮

---

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সারজিস।

এনসিপির এ নেতা লেখেন, মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না।

তিনি লেখেন, তাজউদ্দীন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কীভাবে?

সারজিস লেখেন, মন্ত্রণালয়ের কাজ ছিল মুক্তিযোদ্ধার নামে সুযোগ-সুবিধা নেওয়ার জন্য আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে খুঁজে বের করে তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা। কিন্তু, তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় সরাসরি অবদান রেখেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার মতো অপ্রয়োজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয়।

এনসিপির এ নেতা আরও লেখেন, ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষের না হয়। ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136559 ,   Print Date & Time: Sunday, 10 August 2025, 07:47:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group