• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরে মেজর সেজে প্রেম, ধর্ষণ, ব্ল্যাকমেইলের অভিযোগে প্রতারক আটক

যশোরে মেজর সেজে প্রেম, ধর্ষণ, ব্ল্যাকমেইলের অভিযোগে প্রতারক আটক

  • বুধবার, ৪ জুন ২০২৫, ১৭:০০
  • ৩৬০

---

ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণ, গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেনজির হোসেন নামে এক প্রতারককে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। গ্রেপ্তারকৃত
প্রতারক বেনজির নড়াইল সদরের মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিতেন।

সোমবার (৩ জুন) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এক নারী চিকিৎসক বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বেনজির ওই চিকিৎসকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং একাধিকবার শহরের হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় গোপনে তার নগ্ন ছবি ও ভিডিও
ধারণ করে পরে ব্ল্যাকমেইল করেন। কখনও সরাসরি বাসায় গিয়েও ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন হয়রানি করেন।

এছাড়া, আমেরিকায় চাকরির প্রলোভন দেখিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে নগদ ও ব্যাংকের মাধ্যমে প্রায় ৫০ লাখ টাকা নেন। একইসঙ্গে কৌশলে ভুক্তভোগীর স্বাক্ষর করা দুটি অলিখিত চেকও সংগ্রহ করেন। টাকা ও চেক ফেরত
চাইলে উল্টো হত্যার হুমকি দেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।

পরে তদন্তে জানা যায়, বেনজির সেনাবাহিনীর সদস্য তো ননই, কোনো সরকারি চাকরিও করেন না। তিনি একজন পেশাদার প্রতারক। ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, জিজ্ঞাসাবাদে বেনজির অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তার
বিরুদ্ধে পর্নোগ্রাফি ও প্রতারণাসহ চারটি মামলা রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136566 ,   Print Date & Time: Sunday, 2 November 2025, 11:53:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group