• হোম > জাতীয় | বিশেষ নিউজ > মুজিবনগর সরকারের নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হয়নি: প্রেস উইং

মুজিবনগর সরকারের নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হয়নি: প্রেস উইং

  • বুধবার, ৪ জুন ২০২৫, ১৭:০৪
  • ২৭৭

---

শেখ মুজিবুর রহমানসহ মুজিবনগর সরকারের শীর্ষ নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল সংক্রান্ত খবরকে “মিথ্যা ও বিভ্রান্তিকর” বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার (৪ জুন) দুপুরে ফ্যাক্টস-এর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, “সমকাল, যুগান্তর, ইত্তেফাক ও কালেরকণ্ঠসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যে শেখ মুজিব ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে—তা সম্পূর্ণ ভিত্তিহীন।”

পোস্টে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। তবে সরকারের অধীন কর্মকর্তা-কর্মচারীরা ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে বিবেচিত হবেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, “সহযোগী মানে সম্মানহানি নয়। ১৯৭২ সালের মুক্তিযোদ্ধার সংজ্ঞা অনুযায়ীই বাস্তবায়ন হয়েছে। নতুন সংজ্ঞায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন সরাসরি অংশগ্রহণকারীরা, তবে সম্মান ও সুযোগ-সুবিধায় কোনো পার্থক্য হবে না।”

এর আগে সোমবার (৩ জুন) রাতে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন’ সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার। এরপরই কয়েকটি সংবাদমাধ্যমে স্বীকৃতি বাতিল সংক্রান্ত খবর প্রকাশিত হলে সামাজিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136568 ,   Print Date & Time: Monday, 15 September 2025, 03:17:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group