• হোম > জাতীয় | বিশেষ নিউজ > ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত: গুয়েন লুইস

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত: গুয়েন লুইস

  • বুধবার, ৪ জুন ২০২৫, ১৭:২৬
  • ১৭৮

---

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গুয়েন লুইস। তিনি জানান, খুব শিগগিরই অফিসটি ছোট পরিসরে চালু করা হবে।

বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গুয়েন লুইস বলেন, “মানবাধিকার নিয়ে জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে। তাই এখানে একটি অফিস স্থাপন সময়ের দাবি ছিল। সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, সামনে কার্যক্রম শুরু হবে।”

বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার হবে কি না, কবে হবে—তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দলগুলো। জাতিসংঘ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।”

তিনি আরও বলেন, “অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে কেবল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ বোঝায় না। জাতিসংঘের মতে, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণই অংশগ্রহণমূলক নির্বাচনের সংজ্ঞায় পড়ে।”

ঐকমত্য কমিশন বিষয়ে তিনি বলেন, “এই কমিশনের কাজ জটিল হলেও জাতিসংঘ মনে করে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।”

গুয়েন লুইস এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মানবিক সহায়তা বিষয়েও আলোচনা করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136570 ,   Print Date & Time: Wednesday, 30 July 2025, 07:28:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group