• হোম > ইসলামী দল | বিশেষ নিউজ | রাজনীতি > নিবন্ধন ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত

নিবন্ধন ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত

  • বুধবার, ৪ জুন ২০২৫, ১৮:৩৬
  • ৪৭৯

---

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে দলটির পুরনো নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে কমিশন।

বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ও ফিরে পাবে।”

তবে তিনি জানান, “চূড়ান্ত সিদ্ধান্তের আগে কিছু আনুষ্ঠানিকতা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরই গেজেট আকারে নিবন্ধন পুনর্বহালের ঘোষণা আসবে।”

২০১৩ সালে হাইকোর্টের এক রায়ে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে অবৈধ ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে। সেই থেকে জামায়াত নির্বাচনে অংশ নিতে পারছে না।

সাম্প্রতিক সময়ে জামায়াত তাদের সাংগঠনিক কাঠামো ও নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে নিবন্ধনের আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশন এ সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানা গেছে।

নিবন্ধন ফিরিয়ে দেওয়ার এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে। জামায়াতপন্থীরা একে ‘ন্যায়বিচারের পুনঃপ্রতিষ্ঠা’ হিসেবে দেখলেও, বিরোধীরা এটিকে দেশের রাজনীতিতে ‘এক অন্ধকার শক্তির প্রত্যাবর্তন’ হিসেবে আখ্যায়িত করতে পারে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136576 ,   Print Date & Time: Friday, 31 October 2025, 08:02:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group