• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > পদ্মা সেতুতে বাস-ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২

পদ্মা সেতুতে বাস-ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২

  • শনিবার, ১৪ জুন ২০২৫, ১০:৫৫
  • ১২৬

---

পদ্মা সেতুর ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যাত্রীবাহী বাসের চালকসহ দুজন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ জুন) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে।

নিহতদের একজন খুলনা সদর উপজেলার বাসিন্দা রকিব সমাদ্দার। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন:গোপালগঞ্জের কাশিয়ানির মিল্টন (২৫), নিহত রকিব সমাদ্দারের মেয়ে আয়শা সিদ্দিক (১০), খুলনা সদরের শেখ খালিদুর জামান, ফুলতলার মো. মামুন, আজাদ গাজী, মো. হাবিব শেখ, আরিফুল শেখ, হাবিব মৃধা, কামরুন্নাহার, ফরিয়াদ ইসলাম ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতুর ২ নম্বর পিলারের কাছে যাত্রীবাহী বাস, একটি প্রাইভেটকার ও একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে চালকের কেবিনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক এবং এক যাত্রীর মৃত্যু হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136595 ,   Print Date & Time: Friday, 1 August 2025, 04:44:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group