• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > ইরানের হামলায় অন্তত ১৩ ইসরায়েলি নিহত: সিএনএন

ইরানের হামলায় অন্তত ১৩ ইসরায়েলি নিহত: সিএনএন

  • রবিবার, ১৫ জুন ২০২৫, ১৮:১৮
  • ১৩১

---

ইরানের হামলায় ইসরায়েলের তিন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ রোববার ইসরায়েল সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

ইসরায়েল কর্তৃপক্ষ বলেছে, শনিবার রাতভর চলা ইরানি হামলায় ১০ জন নিহত হয়েছেন। এর আগের দিন প্রাণ হারিয়েছেন তিনজন। এছাড়া, ইরানের হামলায় কমপক্ষে ৩৮৫ জন আহত হয়েছেন, যার মধ্যে সাত জনের অবস্থা গুরুতর।

এদিকে, ইসরায়েলি পুলিশের বরাতে আল জাজিরা জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাত ইয়াম শহরে ৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া সাতজন এখনও নিখোঁজ। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি সেবাদানকারীরা।

ইসরায়েলি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শনিবার রাতে ২০০টির বেশি রকেট হামলার খবর পাওয়া গেছে। এসব রকেট ২২টি স্থানে আঘাত হেনেছে। চিকিৎসক এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হাইফা এবং তেল আবিবসহ ইসরায়েলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।

অন্যদিকে ইরানি সংবাদমাধ্যম বলছে, গত দুই দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন শিশু। ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, ‘ট্রু প্রমিজ ৩’ অভিযানের দ্বিতীয় ধাপে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136609 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 04:49:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group