• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > অটোরিকশার ধাক্কায় পড়ে যান মোটরসাইকেলচালক, কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট

অটোরিকশার ধাক্কায় পড়ে যান মোটরসাইকেলচালক, কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট

  • রবিবার, ১৫ জুন ২০২৫, ১৮:২০
  • ৩০৮

---

রংপুরে কাভার্ডভ্যানের চাকার পিষ্ট হয়ে ফরহাদ আলম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজের সামনে এই দুর্ঘটনা হয়।

নিহত ফরহাদ আলম রংপুর নগরীর লালকুঠির মোড় এলাকার শাহ আলমের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিগঞ্জ কলেজের সামনে প্রথমে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক একটি কাভার্ডভ্যানের পিছনের চাকার সামনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালকের ওপর দিয়ে কাভার্ডভ্যানের পিছনের চাকা উঠে যায়। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান ফরহাদ আলম।

মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার পরপরই আকিজ কোম্পানির ওই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136611 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 10:58:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group