• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, চালক আটক

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, চালক আটক

  • রবিবার, ১৫ জুন ২০২৫, ১৯:১১
  • ১২০

---

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় শাহারা বানু (৪৫) না‌মে এক নারীর মৃত‌্যু হয়েছে। রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কের সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, রোববার সকালে শাহারা বানু স্থানীয় এক দর্জির দোকান থেকে পোশাক তৈরি করে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। প‌রে স্বজনরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখা‌নে তিনি মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মোটরসাইকেলচালক পুলিশ হেফাজতে রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136620 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 03:55:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group