• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরের পল্লীতে প্রবাস ফেরত যুবককে জবাই করে হত্যা: দুই যুবক পুলিশ হেফাজতে

যশোরের পল্লীতে প্রবাস ফেরত যুবককে জবাই করে হত্যা: দুই যুবক পুলিশ হেফাজতে

  • রবিবার, ১৫ জুন ২০২৫, ১৯:১৭
  • ১৪৮

---

ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :

যশোরের পল্লীতে প্রবাস ফেরত এক যুবককে জবাই করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত যুবক অভয়নগর উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসান শেখ (৩০)। রবিবার (১৫ জুন) সকালে উক্ত গ্রামের একটি
মাছের ঘের থেকে যুবকটির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানান, হাসান শেখ দীর্ঘ ৮ বছর কুয়েতে প্রবাসী জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছেন। ২ মাস আগে বিবাহ করেন তিনি। শনিবার প্রতিদিনের মত বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন তিনি। রাতে বাড়িতে না
ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার হদিস পায়নি। আজ ভোরে স্থানীয়রা মাছের ঘেরে তার গলাকাটা মরদেহ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, পূর্ব শত্রুতা কিংবা পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136622 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:32:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group