• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > আমার ৫ বছরের ছেলে ফাহিম বাঁচতে চায়, চায় সহযোগীতা

আমার ৫ বছরের ছেলে ফাহিম বাঁচতে চায়, চায় সহযোগীতা

  • মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১৮:৪৫
  • ১৬১

---

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

ফাহিমে বয়স ৫ বছর। সে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। এই বয়সে শরীরে এক ভয়াবহ ব্যাধি বহন করে চলেছে সে। প্রথম দিকে জ্বর ছিলো। দীর্ঘদিনে জ্বর না সারলে রক্ত পরীক্ষা করানো হয়। ধরা পরে ব্লাড ক্যান্সার। বারবার পরীক্ষা করানোর পরও একই ফলাফল। এখন রোগটা সারবে। কিন্তু পরীক্ষা -নিরীক্ষাসহ দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা দরকার হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। ফাহিমের মোবাইল মেকানিক পিতার অতো টাকা সংগ্রহের সামর্থ নেই।ফলে জনগণের সংকটে এগিয়ে আসতে হবে আমাদেরকেই।

আপনারা যারা সহযোগিতা করতে চান— মিজানুর রহমান (ফাহিমের পিতা),তালুক আষাঢ়ু, চাকিরপশার, রাজারহাট, কুড়িগ্রাম।

০১৭৬৭২৮০০১১( বিকাশ/নগদ),০১৭৬৭২৮০০১১+১(েরকেট),
অগ্রণী ব্যাংক চলতি হিসাব নম্বর: ০২০০০২৩৩৫৩৭৮৩ (রাজারহাট শাখা) ও ২৬২১১০০০২১৮৯২ ডাচ-বাংলা ব্যাংক,কুড়িগ্রাম শাখা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136662 ,   Print Date & Time: Sunday, 10 August 2025, 06:05:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group