• হোম > বিশেষ নিউজ > স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে হাসপাতালে খালেদা জিয়া

  • বুধবার, ১৮ জুন ২০২৫, ১৯:৩৬
  • ১৩৬

---

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নেন। ১৭ দিন পর সেখান থেকে ছাড়া পেয়ে ছেলে তারেক রহমানের বাসভবনে অবস্থান করেন এবং সেখান থেকেই চিকিৎসা চালিয়ে যান।

দীর্ঘ ১১৭ দিনের চিকিৎসা শেষে গত ৬ মে ঢাকায় ফেরেন তিনি। দেশে ফেরার পর থেকে গুলশানের বাসাতেই অবস্থান করছেন, তবে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেননি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136672 ,   Print Date & Time: Sunday, 10 August 2025, 05:57:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group