• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > কুড়িগ্রামে দাওয়াত খেতে এসে ট্রাক্টর চাপায় লাশ হল আপন দুই বোন

কুড়িগ্রামে দাওয়াত খেতে এসে ট্রাক্টর চাপায় লাশ হল আপন দুই বোন

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১৩:২৩
  • ১৫৯

---

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বোনের বাসায় দাওয়াত খেয়ে ফেরার সময় মহাসড়ক পারাপার করতে গিয়ে ট্রাক্টর চাপায় আপন দুই বোন নিহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) রাত ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ছিনাই ইউনিয়নের মৃত: রহমত আলীর স্ত্রী রোকেয়া বেগম ও কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার আমজাদের স্ত্রী পারভীন। নিহতরা আপন বোন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রোকেয়া ও পারভীন দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে রাস্তা পারাপার করতে গিয়ে কাঁঠালবাড়ীগামী দ্রুত গতির একটি ট্রাক্টর তাদেরকে চাপা দিয়ে দ্রুত সটকে পরে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত: ঘোষনা করেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #০১৭১৯০২৬৭০০


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136678 ,   Print Date & Time: Sunday, 10 August 2025, 05:58:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group