• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > ইরানজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩৯

ইরানজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩৯

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১৩:৩২
  • ৫৪৯

---

ইসরায়েল-ইরান সংঘাতের সপ্তম দিনে ইরানে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে, আহত হয়েছেন আরও অন্তত ১ হাজার ৩২০ জন। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস (এইচআরএ)।

সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এসব তথ্য সংস্থাটির নিজস্ব পর্যবেক্ষণ ও ইরানের স্থানীয় বিভিন্ন সূত্রের মাধ্যমে যাচাই করে নিশ্চিত করা হয়েছে।

এইচআরএর প্রকাশিত হিসাব ইরানের সরকারি তথ্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা চলমান সংঘাতের প্রকৃত চিত্র ও তথ্যপ্রবাহের সংকটকে সামনে আনছে। ইরানের সর্বশেষ সরকারি পরিসংখ্যানে নিহতের সংখ্যা ছিল ২২৪ জন এবং আহত ১ হাজার ২৭৭।

উল্লেখযোগ্যভাবে, ১২ জুন ভোরে ইসরায়েলি বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। একই হামলায় প্রাণ হারান ইরানের ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীও।

এই হামলার জবাবে তেহরান থেকে কড়া প্রতিক্রিয়া আসে এবং দ্রুত পাল্টা হামলা চালানো হয় ইসরায়েল অভিমুখে। এরপর থেকেই দুই দেশের মধ্যে টানা পাল্টাপাল্টি হামলা চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136682 ,   Print Date & Time: Monday, 26 January 2026, 03:32:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group