• হোম > বিশেষ নিউজ | রাজধানী > নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • শনিবার, ২১ জুন ২০২৫, ১০:০২
  • ৫৫০

---

বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। শনিবার (২১ জুন) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।

সকাল সাড়ে ৮টা থেকেই শিক্ষার্থীরা নতুনবাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিপরীতমুখী লেন খুলে থাকলেও যানবাহনের সংখ্যা ছিল কম এবং চলাচল ধীরগতির।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একতরফাভাবে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। তারা বলেন, অবৈধভাবে দেওয়া এই বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং কর্তৃপক্ষের স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, শিক্ষার্থীরা তাদের কিছু দাবি আদায়ের লক্ষ্যে সড়কে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136692 ,   Print Date & Time: Monday, 26 January 2026, 05:06:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group