• হোম > জাতীয় | বিশেষ নিউজ > উত্তরায় বিমান বিধ্বস্ত : ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

উত্তরায় বিমান বিধ্বস্ত : ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

  • মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১০:১৩
  • ৪১

---

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর যে ৮ জনের মরদেহ হস্তান্তরের কথা জানিয়েছে, তারা হলেন বাগেরহাটের গনি শেখের মেয়ে ফাতেমা আক্তার (৯), বরিশালের সামিউল করিম (৯), কুষ্টিয়ার রজনী ইসলাম (৩৭), টাঙ্গাইলের মেহনাজ আফরিন হুরায়রা (৯), ঢাকার রফিক মোল্লাহর মেয়ে শারিয়া আক্তার (১৩), ঢাকার নুসরাত জাহান আনিকা (১০), ঢাকার মুকুল সালাউদ্দিনের ছেলে সাদ সালাউদ্দিন এবং গাজীপুরের শাহ আলমের মেয়ে সায়মা আক্তার (৯)।

অপরদিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রয়েছে বলে জানিয়েছে আইএসপিরআর। উল্লেখ্য, গতকাল সোমবার বেলা সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136705 ,   Print Date & Time: Wednesday, 23 July 2025, 04:16:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group