• হোম > বিশেষ নিউজ | রাজধানী > উত্তরায় বিমান দুর্ঘটনা: নিখোঁজ এক অভিভাবকের খোঁজ মিলছে না

উত্তরায় বিমান দুর্ঘটনা: নিখোঁজ এক অভিভাবকের খোঁজ মিলছে না

  • বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১১:৪৭
  • ৪০৮

---

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক অভিভাবকের নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। বুধবার (২৩ জুলাই) সকালে চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির কোঅর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা।

তিনি জানান, এখন পর্যন্ত একজন অভিভাবকের নিখোঁজ থাকার তথ্য রয়েছে তাদের কাছে। নিখোঁজ ওই অভিভাবকের নাম লামিয়া আক্তার। তার সন্তান প্রতিষ্ঠানটির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এর আগে এ দুর্ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি) এবং দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী—মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।

কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, এই কমিটি ছাড়াও দুর্ঘটনার সার্বিক দিক, উদ্ধার ও চিকিৎসা সহায়তা, অবকাঠামোগত ক্ষতি এবং নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য আলাদাভাবে প্রশাসনিক কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136711 ,   Print Date & Time: Sunday, 26 October 2025, 11:52:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group