• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ বোমা হামলা, ৭ যাত্রী আহত

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ বোমা হামলা, ৭ যাত্রী আহত

  • মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১৫:০৭
  • ২৬৪

---

পাকিস্তানে বেলুচিস্তানগামী যাত্রীবাহী ‘জাফর এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে বেলুচিস্তান সীমান্তের সুলতানকোট এলাকায় রেললাইনে পুঁতে রাখা একটি শক্তিশালী আইইডি (বিস্ফোরক) বিস্ফোরণে ট্রেনটির অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এই হামলায় অন্তত ৭ জন নিরীহ যাত্রী আহত হয়েছেন।

শিকারপুরের ডেপুটি কমিশনার শাকিল আবরো ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, সকালে সুলতানকোট রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে রেললাইন লক্ষ্য করে এই বিস্ফোরণটি ঘটানো হয়। আহতদের মধ্যে চারজনকে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে এবং বাকি তিনজনকে শিকারপুর সিভিল হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সুক্কুর বিভাগের পরিবহন কর্মকর্তা মোহসিন আলি সিয়াল জানিয়েছেন, বিস্ফোরণের পর ট্রেনের যাত্রীদের দ্রুত ও নিরাপদে কাছাকাছি একটি স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ জোরকদমে শুরু হয়েছে, যাতে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়।

এদিকে, সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রাদেশিক পুলিশপ্রধানের কাছ থেকে একটি পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন চেয়েছেন। তিনি লারকানা কমিশনারকে নির্দেশ দিয়েছেন আহত যাত্রীদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করার জন্য।

অন্যদিকে, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেলুচ বিদ্রোহী সংগঠন বেলুচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এই হামলার দায় স্বীকার করেছে। বিআরজি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, ট্রেনে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা ভ্রমণ করছিলেন এবং সে কারণেই ট্রেনটিকে ‘লক্ষ্য’ করে এই হামলা চালানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136723 ,   Print Date & Time: Sunday, 25 January 2026, 11:42:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group