• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

  • মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১৬:১৯
  • ১৭৩

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন রুবেলকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চর মনসা গ্রামের মহব্বত আলীর বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাতে কোনো একসময় রুবেলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রুবেলের বোন নয়ন আক্তারের অভিযোগ, রুবেলকে তার স্ত্রীর পছন্দ হয়নি। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে তাকে পরিবকল্পিতভাবে হত্যা করার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন।

তবে, রুবেলের স্ত্রী রিয়া আক্তার বলেছেন, আমার সঙ্গে রুবেলের ঝগড়া হয়নি। তিনি আমাদের ঘরেও আসেননি। আমাদেরকে ফাঁসাতেই বাড়ির সামনে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের আশার বাড়ির বেল্লাল মিয়ার ছেলে।

পুলিশ ও রুবেলের পরিবার জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে পারিবারিকভাবে রুবেল ও রিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে ঝামেলা চলছিল। সোমবার রাতে রুবেল তার বাড়িতেই ছিলেন। তখন শ্বশুরবাড়ি থেকে ফোন আসে। ফোনেই স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি হয় রুবেলের। পরে রুবেল শ্বশুরবাড়িতে চলে যান। মঙ্গলবার ভোরে ওই বাড়ির লোকজন গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। রুবেলের শ্বাশুড়ি পারভিন বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136735 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 03:55:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group