• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > বিসিবিতে কে কোন কমিটির দায়িত্ব পেলেন?

বিসিবিতে কে কোন কমিটির দায়িত্ব পেলেন?

  • মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১৮:১৯
  • ৭৪

---

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে নতুন অভিভাবক পেয়েছে দেশের ক্রিকেট। আর নতুন কমিটির প্রথম সভায় দায়িত্ব ভাগাভাগি করেছেন পরিচালকরা। যেখানে বেশকয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব নিজের কাছে রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (৭ অক্টোবর) হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হয়েছিল বোর্ড সভা। সেখানেই পরিচালকদের দায়িত্ব বুঝিয়ে দেন বিসিবি সভাপতি।

এদিন ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এ ছাড়াও খালেদ মাসুদ পাইলটের কাঁধে উঠেছে দেশের ক্রিকেটে হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগে দায়িত্ব।

আসুন এক নজরে দেখে নেই পরিচালক কোন বিভাগের দায়িত্ব পেলেন

ওয়ার্কিং কমিটি : আমিনুল ইসলাম বুলবুল।

ক্রিকেট অপারেশন্স : নাজমুল আবেদীন ফাহিম।

বিপিএল গভর্নিং কাউন্সিল : আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান) ও  ইফতেখার রহমান মিঠু (মেম্বার সেক্রেটারি)।

ফাইন্যান্স কমিটি : নাজমুল ইসলাম (চেয়ারম্যান) ও আমজাদ হোসেন (ভাইস চেয়ারম্যান)।

হাইপারফরম্যান্স : খালেদ মাসুদ পাইলট।

আম্পায়ার্স কমিটি : ইফতেখার রহমান মিঠু।

ডিসিপ্লিনারি : ফাইজুর রহমান মিতু।

গেম ডেভেলপমেন্ট : ইশতিয়াক সাদিক।

টুর্নামেন্ট কমিটি : আহসান ইকবাল চৌধুরী।

বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি : আসিফ আকবর।

গ্রাউন্ডস কমিটি : বুলবুল-রাহাত শামস।

ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট : শানিয়ান তানিম।

মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল : সাখাওয়াত হোসেন।

মেডিক্যাল কমিটি : মনজুর আলম।

টেন্ডার অ্যান্ড পারচেজ : আবুল বাশার (চেয়ারম্যান) ও হাসানুজ্জামান (ভাইস চেয়ারম্যান)।

মিডিয়া : আমজাদ হোসেন।

অডিট : মুখলেছুর রহমান খান।

উইমেন্স উইং : আব্দুর রাজ্জাক।

লজিস্টিকস অ্যান্ড প্রটোকল : ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

সিকিউরিটি কমিটি : মেহেরাব আলম চৌধুরী।

সিসিডিএম : আদনান রহমান দীপন (চেয়ারম্যান) ও ফায়জুর রহমান (ভাইস চেয়ারম্যান)।

ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি : জুলফিকুর আলী খান।

বাংলাদেশ টাইগার্স : রাহাত শামস।

ওয়েলফেয়ার কমিটি : মোকছেদুল কামাল।

উল্লেখ্য, গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমাকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল বিসিবি নির্বাচন। যেখানে পরিচালক পদে বিজয়ী হয়েছেন ২৩ প্রার্থী এবং দুইজন এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে।

২৫ পরিচালক নিয়ে বিসিবি সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই পদে আমিনুল ইসলাম বুলবুলের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আর সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136741 ,   Print Date & Time: Monday, 13 October 2025, 02:37:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group