• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মাদারীপুরে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০

মাদারীপুরে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১১:১৮
  • ২৩৭

---

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (১১ অক্টোবর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শামীম আহমেদ। তিনি পেশায় কাভার্ডভ্যানের চালক। তবে তার পুরো পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, লাবিবা পরিবহনের একটি বাস শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে চলে যায়। ঠিক সেই সময় পেছন থেকে আসা আরেকটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ ঘটনাস্থলেই নিহত হন।

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারালেন মা
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম শামীম। তবে তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136743 ,   Print Date & Time: Thursday, 22 January 2026, 04:48:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group