• হোম > জাতীয় | বিশেষ নিউজ > জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১২:৩৩
  • ২০৫

---

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১২ অক্টোবর) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। সেদিনই তিনি বিদায় নেন।

আরও পড়ুন: আজ থেকে দেশে টাইফয়েড টিকা দেয়া শুরু

তার বদলির পর থেকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে ছিল না পূর্ণ সচিব। তবে অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136762 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 10:05:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group