• হোম > খুলনা | বিএনপি | রাজনীতি > নিজামপুরে বিএনপির বর্ষীয়ান নেতা সাহাজান আলি আলালের ইন্তেকাল — জানাজায় শোকের ছায়া

নিজামপুরে বিএনপির বর্ষীয়ান নেতা সাহাজান আলি আলালের ইন্তেকাল — জানাজায় শোকের ছায়া

  • বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১২:৪৩
  • ১৪৫

---মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান নেতা সাহাজান আলি আলাল আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় নিজামপুর ক্যারালখালী পাড়িয়ারঘোপ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। জানাজায় অংশ নেন অসংখ্য আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, যশোর-৮৫/১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমেদ শাওন, এবং বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সকলেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136768 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 11:51:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group