• হোম > খুলনা | বিশেষ নিউজ > যশোর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক

যশোর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক

  • বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০:৫৬
  • ১১৩

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল বুধবার ০৫ নভেম্বর বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *ভারতীয় শাড়ী, থ্রী-পিস, শাল চাদর, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য *৪,৩২,০২০/-(চার লক্ষ বত্রিশ হাজার বিশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136777 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 08:13:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group