• হোম > খুলনা | বিশেষ নিউজ > ২০ লক্ষ টাকার স্বর্ণ বারসহ ০১ জন আসামী আটক

২০ লক্ষ টাকার স্বর্ণ বারসহ ০১ জন আসামী আটক

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১৫:০৮
  • ২৪১

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোরে ১১৮.৭৫ গ্রাম ওজনের ০২ টি স্বর্ণের বারসহ শরিফুল ইসলাম ৫৬ নামে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।০৯ নভেম্বর রবিবার রাতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর হতে ০১ জন ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা-শরিফুল ইসলাম ( ৫৬), পিতা-রশিদ, গ্রাম-কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি, পোস্ট- কেড়াগাছি, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। আটককৃত স্বর্ণের মূল্য ২০,৫৪,২৫৬/-(বিশ লক্ষ চুয়ান্ন হাজার দুইশত ছাপ্পান্ন ) টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং নগদ ৭৫২/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২০,৭৫,০০৮/- (বিশ লক্ষ পচাঁত্তর হাজার আট) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136810 ,   Print Date & Time: Saturday, 27 December 2025, 08:19:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group