• হোম > খুলনা | বিশেষ নিউজ > যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৪ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৪ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১৯:৪৪
  • ১১৭

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

বুধবার সারাদিন বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোষ্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, থ্রী-পিস, কম্বল, শাল চাদর, মসলা এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৯৯,৩০০/-(তিন লক্ষ নিরানব্বই হাজার তিনশত)টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136824 ,   Print Date & Time: Saturday, 27 December 2025, 08:08:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group