• হোম > খুলনা | বিএনপি | রাজনীতি > ধানের শীষে ভোট দিন — নারীর উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ সমাজ গঠনের পথে এগিয়ে চলুন।

ধানের শীষে ভোট দিন — নারীর উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ সমাজ গঠনের পথে এগিয়ে চলুন।

  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১৯:৫৪
  • ১৭৬

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

আজ, বুধবার ১২ই নভেম্বর ২০২৫, ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গাজিপাড়া আলোকের বাড়িতে নারী ভোটারদেরকে নিয়ে এক প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি।

তিনি উপস্থিত নারী নেতৃত্ব ও সাধারণ নারীদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদেরই সন্তান — কারো ভাই, কারো মামা, কারো চাচা কিংবা কারো খালু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ধানের শীষ বিজয় অর্জন করে, আমি এমপি হিসেবে নারীদের সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য কাজ করব।” তিনি আরও বলেন, “আমাদের মা-বোনদের জন্য উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। আপনাদের সন্তানরা যদি শিক্ষিত হয়, তাদের যোগ্যতার ভিত্তিতে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব। আর যারা পড়াশোনা থেকে দূরে আছে, তাদেরও উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করব। আমার লক্ষ্য — প্রতিটি পরিবারে একটি স্থায়ী আয়ের উৎস গড়ে তোলা।”

নারীদের উদ্দেশ্যে মফিকুল হাসান তৃপ্তি আরও আশ্বাস দিয়ে বলেন, “মা-বোনেরা, আপনারা চিন্তা করবেন না। আমি এমন একটি নিরাপদ, বসবাসযোগ্য ও আর্থিকভাবে স্বাবলম্বী পরিবেশ গড়ে তুলব, যেখানে আপনাদের ও আপনাদের সন্তানদের জীবনে থাকবে উন্নতি, সম্মান ও নিশ্চয়তা।”

এছাড়া মফিকুল হাসান তৃপ্তি আরও আশ্বাস দেন, বাগআঁচড়ায় উন্নত সুযোগ-সুবিধা সংবলিত একটি হাসপাতাল নির্মাণ করবেন, যাতে স্থানীয় জনগণ সুস্বাস্থ্য ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে সুবিধা পাবে।

সমাবেশ শেষে জনাব মফিকুল হাসান তৃপ্তি বাগআঁচড়া বাজার এলাকা পরিদর্শন করেন এবং সেখানে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা চালান। তিনি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণ করেন। এসময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে সুদৃঢ় ও শক্তিশালী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উক্ত প্রচারণা ও সমাবেশে উপস্থিত ছিলেন — শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজ,যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলার যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ ।

বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন যুগ্ম সম্পাদক মোঃ মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।

আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আক্তার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাইরুল আলম, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ বিপ্লব মন্ডল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইনজামামুল হক, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, ডা. আফিল উদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ ওয়াসি, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ও সহ-সভাপতি মোনায়েম হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136832 ,   Print Date & Time: Saturday, 27 December 2025, 10:25:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group