• হোম > খুলনা | নারী ও শিশু | বিশেষ নিউজ > ভারতে পাচারের শিকার ৩০ জন কিশোর-কিশোরী বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচারের শিকার ৩০ জন কিশোর-কিশোরী বেনাপোলে হস্তান্তর

  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৫১
  • ২৯

---মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

ভারতে পাচারের শিকার হওয়া ৩০ কিশোর-কিশোরী দীর্ঘদিন পর বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফিরেছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে হরিদাস বর্ডার দিয়ে ‘পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ’ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

তথ্যানুসন্ধানে জানা যায়, তারা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে দেশের অবৈধ সীমান্ত পথে ভারতে পাচার হয়। পরে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালতের নির্দেশে জেলখানায় পাঠানো হয়। সেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও সংস্থা আদালতের মাধ্যমে তাদের মুক্ত করে নিরাপদ আবাসস্থলে রাখে। অবশেষে ভারত-বাংলাদেশের এনজিও সংস্থার যৌথ উদ্যোগ ও দুই দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের এই স্বদেশ প্রত্যাবর্তন হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ( ওসি) এস এম সাখাওয়াত জানান, দেশে ফেরার পর ইমিগ্রেশনে তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসারা হলেন,আলাল মন্ডল, রমযন

শেখ,ইউসুফ শেখ,রাজু শেখ,রমযান গাজী,মলাই মন্ডল, সুদিবত,নিজাম উদ্দিন, ইয়াসিন,সোহেল সরদার, আরমান মোল্লা, তামিম গাইন,রিফাত হাসান,আব্দুল্লা শেখ,কারিমুল খান,সায়ুম মল্লিক, আনোয়ার হোসেন,স্বপ্না মন্ডল, শাহিন রেজা,অহনা শেখ,রুবি সরদার,মিম খাতুন,শারমিন আলী,টুস্পা পারভিন,সাভা খান,রাবেয়া খাতুন,ঝর্না খাতুন, রুনা খাতুন,শামছুর নাহার,রাজিব ইসলাম, সবাই বিভিন্ন জেলার।

রাইট যশোরের প্রগ্রামার অফিসার তৌফিকজ্জামান জানান, ভারতে পাচারের শিকার এ কিশোর-কিশোরীরা চাইলে পাচারকারী দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে মানবাধিকার সংস্থাগুলো পূর্ণ সহযোগিতা করবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136845 ,   Print Date & Time: Wednesday, 19 November 2025, 03:07:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group