• হোম > খুলনা | বিএনপি | রাজনীতি > বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ডে তৃপ্তির উঠান বৈঠক জনসভায় রূপান্তর

বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ডে তৃপ্তির উঠান বৈঠক জনসভায় রূপান্তর

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ২১:১২
  • ৬০

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ডের ভবেরবেড় এলাকায় সন্ধ্যাকালীন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছোট পরিসরের এই উঠান বৈঠক মুহূর্তেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি। তিনি বলেন, “শার্শার মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন, নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনই হবে আমার প্রধান অঙ্গীকার।

বিশেষ অতিথি পৌর বিএনপি সভাপতি নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,,

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমান ছোট (সাবেক চেয়ারম্যান), শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন,সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি,বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সহ সভাপতি নাসিমুল গনি বল্টু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, যশোর জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হাক এমদাদ, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, যুগ্ম আহবায়ক জনি হায়দার, যুগ্ম-আহবায়ক ইয়াসিন মোড়ল লাপু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়বায়ক রাকিবুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল হোসেন তুহিন,যুগ্ম-আহ্বায়ক আতিকুজ্জামান সানি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136850 ,   Print Date & Time: Thursday, 20 November 2025, 05:26:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group