• হোম > আইন-অপরাধ | খুলনা > ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি পাসপোর্ট যাত্রী মার্কিন ডলার ও সৌদি রিয়ালসহ আটক

ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি পাসপোর্ট যাত্রী মার্কিন ডলার ও সৌদি রিয়ালসহ আটক

  • শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:১২
  • ১৯৭

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

ভারত থেকে ফেরার পথে বাংলাদেশী শফিউল ইসলাম (৫৫) নামে এক পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ১০ হাজার ইউএস ডলার, ১লাখ ১০ হাজার সৌদি রিয়াল সহ আটক হয়েছে। যা বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।

শুক্রবার (২১ নভেম্বর) সাড়ে ১০ টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল এর সামনে থেকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে।

আটককৃত শফিউল ঢাকার লালবাগ থানার সিরাজুল ইসলাম এর ছেলে। তার পাসপোর্ট নং বি -০০৭৪৫৬৬৩।

স্থানীয় মাসুদুর রহমান জানায় কাস্টমস স্কানিং পার হয়ে কি ভাবে এত বিদেশী টাকা নিয়ে বের হলো। তাহলে কি কাস্টমস এর যোগসাজসে সে পার হয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারত থেকে ওই যাত্রী বেনাপোল কাস্টমস পার হয়ে প্যাচেঞ্জার টার্মিনাল এর সামনে আসলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার কাছে ১০ হাজার আমেরিকান মার্কিন ডলার ১,১০,০০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।

আটককৃত শফিউল আলমকে ডলার ও রিয়াল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136852 ,   Print Date & Time: Wednesday, 7 January 2026, 10:37:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group