• হোম > খুলনা | বিএনপি | রাজনীতি > বেনাপোল বন্দরকে আধুনিকায়ন বন্দর হিসাবে গড়ে তুলব — তৃপ্তি

বেনাপোল বন্দরকে আধুনিকায়ন বন্দর হিসাবে গড়ে তুলব — তৃপ্তি

  • সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ২০:২৬
  • ১৭৯

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল স্থল বন্দর থেকে প্রতিবছর সরকার প্রত্যাক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। অথচ সেই বেনাপোল এর মানুষের কোন উন্নয়ন হয়নি। এই এলাকায় হাজার হাজার শিক্ষিত বেকার ছেলে মেয়ে রয়েছে। তারা বেকার থাকায় তাদের পরিবার পরিজন অভাব অনটনের মধ্যে রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই বন্দরে এই উপজেলার ছেলে মেয়েরা অগ্রাধীকার ভিত্তিতে চাকরি পাবে।এনং বন্দরকে আধুনিকায়ন করে গড়ে তুলব।

সোমবার (২৪ নভেম্বর) বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ড (নামাজগ্রাম দুর্গাপুর)আয়োজিত ওই ওয়ার্ড এর সভাপতি আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক যশোর ১ আসন এর এমপি মফিকুল হাসান তৃপ্তি উঠান বৈঠকে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বেনাপোলে একটি আধুনিক হাসপতাল নির্মান করা হবে। সেই সাথে এই স্থল বন্দরকেও আধুনিকায়ন করা হবে। আমি আপনাদের আশ্বস্থ করতে চাই আমি এমপি হলে প্রথমে এই জনপদ থেকে মাদক নির্মুল করা হবে।

এর আগে তিনি লিফলেট বিতরন ও গনসংযোগ করেন বেনাপোল ২ নং ওয়ার্ড ও বেনাপোল বাজারে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন ‘সহ তথ্য গবেষণা বিষয়ক আতাউর রহমান আতা বিএনপি নেতা মফিজর রহমান সজন,পৌর বিএনপির সহ সভাপতি সাহাবুদ্দিন সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন, নাসিমুল গনি বল্টু আব্দার রহমান, ইদ্রিস মালেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মেহেরুল্লাহ সংগঠন সম্পাদক আব্দুল আহাদ পৌর বিএনপির অর্থ সম্পাদক সামাদ আলি আলী শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন পৌর যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136861 ,   Print Date & Time: Monday, 12 January 2026, 01:45:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group