• হোম > খুলনা | বিএনপি | রাজনীতি > বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মানের জন্য কাজ করা হবে—- তৃপ্তি

বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মানের জন্য কাজ করা হবে—- তৃপ্তি

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ২০:১৮
  • ১৪৪

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

সীমান্তের এই জনপদকে উন্নয়ন করতে হলে ধানের শীষ এর বিকল্প নেই। বিগত ১৫ টি বছরে দেশের এই বৃহত্তর স্থল বন্দর থেকে সরকার শুধু অর্থ হাতিয়ে নিয়েছে। অথচ এই ছোট্র শহরে উন্নয়নের কোন বাতাস লাগেনি। বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি এবার রাষ্ট্র ক্ষমতায় আসলে বেনাপোলকে গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে। এই জনপদের প্রতি সরকারকে অবশ্যই খেয়াল রাখতে হবে উন্নয়নের । যে বন্দরে প্রায় ৩ হাজার শ্রমিক সহ কাস্টমস, বিজিবি স্থল বন্দরের লোক সহ এই এলাকার মানুষের জন্য এখানো পর্যন্ত গড়ে উঠে নাই একটি হাসপাতাল । শুধু হাসপাতাল নয় এই স্থল বন্দরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক ও পরিচ্ছন্ন বন্দর হিসাবে গড়ে তোলা হবে। ধানের শীষ প্রতিকের বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডে উঠান বৈঠকে এসব কথা বলেন ধানের শীষ প্রতিকের প্রার্থী সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বড়আঁচড়া বাইপাস সড়কে ওয়ার্ড বিএনপির আয়োজনে ওয়ার্ড সভাপতি ইদ্রিস আলী ইদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

ধানের শীষ এর প্রার্থী তৃপ্তি বলেন আমরা যদি রাষ্ট্রিয় ক্ষমতায় যাই তাহলে সাবেক শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান যে ভাবে মানুষের জন্য কাজ করেছে সে ভাবে কাজ করে এদেশকে মালায়েশিয়া দুবাই সিঙ্গপুরের মত গড়ে তোলা হবে। এই এলাকার শিক্ষিত বেকারদের মেধার ভিত্তিতে অবশ্যই চাকুরির ব্যবস্থা করা হবে। বেকার ভাতা প্রদান করা হবে। আপনারা সকলে মিলে কাধে কাধ মিলিয়ে ধানের শীষ এর জন্য কাজ করে যান।

আপনারা মনে রাখবেন আজ জামাত যে ভাবে মিথ্যা ভাওতাবাজি কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে তা মানুষ প্রত্যাখান করবে। জামাত একটি ভন্ড রাজনৈতিক দল। এরা ইসলামের দোহায় দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা স্বাধীনতার বিরোধী। এরা ১৯৭১ সালে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলেছে। এরা ব্যাভিচার করার জন্য ওই পাকিস্তানি সৈনিকদের হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়ার সহ সভাপতি মহাসিন কবির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, সহ তথ্য গবেষণা বিষয়ক আতাউর রহমান আতা, পৌর বিএনপির সহ সভাপতি সাহাবুদ্দিন সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন, নাসিমুল গনি বল্টু আব্দার রহমান, ইদ্রিস মালেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মেহেরুল্লাহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ পৌর বিএনপির অর্থ সম্পাদক সামাদ আলি শার্শা উপজেলা শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বিএনপি নেতা মফিজুর রহমান সজন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136872 ,   Print Date & Time: Monday, 12 January 2026, 01:52:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group