রোমান আহমেদ, জামালপুর
জামালপুরের সরিষাবাড়ীতে ১০ লিটার চোরাই মদসহ সুমন সাহা ওরফে সুমন বাসফোর (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সুমন সাহা আরামনগর গ্রামের মৃত গনেশ সাহা ওরফে বনার্শ্রী বাসফোরের ছেলে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পপুলার নতুন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী এসপি সমীর সরকার।
তিনি আরো জানান, ১০ লিটার চোরাই মদসহ সুমনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
