রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতায় থাকলেও আলোর মুখ দেখেনি রায়পুর উপজেলা ছাত্রলীগ। সম্মেলন ছাড়াই বারবার কমিটি দেওয়া হচ্ছে জেলা থেকে। বিতর্কিত কমিটি দেওয়ার ফলে বর্তমান আহবায়ক কমিটির আগের কমিটি মাত্র সাত দিনেই ভেঙ্গে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
সর্বশেষ ১১ই এপ্রিল ২০২১ সালে আহবায়ক কমিটি গঠিত হয় তিন মাসের জন্য। এতে জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি শাহাদাত হোসেন শরিফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান সাক্ষরিত ছাত্রলীগের পেডে পাপেল মাহমুদকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন যার মেয়াদ শেষ হয়েছে বছর গড়ালো।
বর্তমানে বিভিন্ন ইউনিয়নের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান আহবায়ক কমিটি তিন মাসের জন্য গঠন করা হলেও মেয়াদ শেষ হয়েছে এক বছর হয়েছে। অভিযোগ আছে বর্তমান কমিটি তাদের সময়ে একটি ইউনিয়নের কমিটিও দিতে পারেনি যার জন্য দিন দিন ছাত্রলীগের কর্মী সংখ্যা কমতেছে এবং মিছিল মিটিংয়ে ছাত্রলীগের কর্মী সংখ্যার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।
এ বিষয় রায়পুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক পাপেল মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ইউনিয়ন কমিটি দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া গ্রহন করেছি উপজেলা আওয়ামী লীগের সভাপতির সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে এবং অচিরেই আমরা ইউনিয়ন কমিটি দেবো।
উপজেলা সম্মেলনের বিষয় জানতে চাইলে পাপেল মাহমুদ বলেন , আপাতত জেলা কমিটি নেই জেলা কমিটি গঠন হলে তাদের নির্দেশনায় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
