করোনাভাইরাস শনাক্তের কিট তৈরি করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। কিটটি দিয়ে পরীক্ষা করতে খরচ পড়বে ২৫০ টাকা।
রোববার (৭ আগস্ট) সকালে রাজধানীর বিসিএসআইআর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কিট উদ্ভাবনের ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, কিটটি কোভিড-১৯ শনাক্তকরণের জন্য সহজ ও দশগুণ সাশ্রয়ী হবে। কিটটির নাম রাখা হয়েছে ‘বিসিএসআইআর কোভিড’। এ কিট উদ্ভাবনে সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
এরইমধ্যে ওষুধ প্রশাসন অধিদফতর এই কিট উৎপাদনে অনুমোদন দিয়েছে। এছাড়া কিটের এথিকেল ক্লিয়ারেন্স দিয়েছে বাংলাদেশ মেডিকেল গবেষণা পরিষদ।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
