বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার সদস্যের সন্তানদের এসএসসি/এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কতৃক ক্রেস্ট, সম্মাননা পত্র ও সম্মানী প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মরত ০৩(তিন) জন পুলিশ সদস্যের সন্তান ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরিক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত হওয়ায় তাদের মাঝে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা হতে প্রাপ্ত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২১ এর ক্রেস্ট, সম্মাননা পত্র ও সম্মানী প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মনিকা আক্তার রাঙামাটি জেলা
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
