সিলেটের জালালাবাদে সুমন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মোছা. রোজিনা আক্তারকে ভোলা জেলার চরফ্যাশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোলা জেলার শারিখালী, দক্ষিণ আইচা চরফ্যাশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল।
র্যাব-৩ জানিয়েছে, সুমন হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রোজিনা আক্তার (৩০)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ২০০৮ সালে মাত্র ১৬ বছর বয়সে দয়াজ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোজিনা। তাদের বাড়িতে সুমন নামে এক ছেলে রাজমিস্ত্রির কাজ করত। সুমনের সঙ্গে রোজিনার অবৈধ সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পারায় পারিবারিক কোন্দল সৃষ্টি হয়। এরই জেরে ঝগড়ার এক পর্যায়ে রোজিনা, রোজিনার স্বামী ও তার ভাইয়েরা মিলে সুমনকে হত্যা করে।
ওই হত্যাকাণ্ডের পর দয়াজ মিয়ার ৪ ভাই ও রোজিনাসহ তার পরিবারের ১২ জনের বিরুদ্ধে সিলেট জেলার জালালাবাদ থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় রোজিনা ব্যতীত সকল আসামি আত্মসমর্পণ করে। রোজিনা ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যান।
বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ঘটনার পর থেকে ২০১২ সাল পর্যন্ত রোজিনা রাজধানীতে আত্মগোপনে ছিলেন। হেলান উদ্দিন নামে এক তরুণকে ২০১২ সালে বিয়ে করে ভোলা জেলার চরফ্যাশন এলাকায় জীবন যাপন শুরু করে। ২০১২ সালে দ্বিতীয় বিয়ে করার পর দ্বিতীয় স্বামী হেলালকে নিয়ে কিছুদিন রাজধানীর মিরপুরে বসবাস করে পরবর্তীতে চট্টগ্রামের বন্দরটিলা এরপর চরফ্যাশন এলাকায় চলে যান।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
