জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের খবর এখন চীনের রপ্তানি নেতৃত্বাধীন অর্থনীতিকে আঘাত করতে শুরু করেছে। জিনজিয়াংয়ে উইঘুরদের জোরপূর্বক শ্রম থেকে উপকৃত হচ্ছে বলে মনে করা চীনা কোম্পানির সঙ্গে ব্যবসায়িক চুক্তি বাতিল করেছে জাপানের ১২ কোম্পানি।
এর আগে, জাপানি কোম্পানিগুলো জানিয়েছিল, উইঘুর সম্প্রদায়ের জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ সত্য হলে তারা তাদের চীনা ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। খবর কিয়োডো নিউজের
জিনজিয়াং থেকে পণ্য আমদানির ওপর যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিষেধাজ্ঞার পর চীনা কোম্পানির মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে চাপ বাড়ছে জাপানের ওপর।
মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে, সন্ত্রাস দমনের নামে ২০১৭ সাল থেকে জিনজিয়াংয়ে প্রায় ১০ লাখ উইঘুর ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের লোকজনকে ক্যাম্পে আটক রেখে নির্যাতন চালাচ্ছে চীন সরকার। তারা তাদের কাজ করতে বাধ্য করছে।
গত বছর অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট ৮০টিরও বেশি বৈশ্বিক সংস্থাকে চিহ্নিত করেছে, যারা জিনজিয়াংয়ের বাইরে উইঘুরদের জোরপূর্বক শ্রম থেকে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে উপকৃত হয়।
এই তালিকাভুক্ত ১৪ কোম্পানি এ বিষয়ে কী পরিকল্পনা করছেন বলে জানতে চেয়েছিল জাপানি একটি দৈনিক।
বেশিরভাগ কোম্পানি মন্তব্য করতে রাজি হয়নি। জবরদস্তির শ্রম থেকে লাভবান হওয়ার অভিযোগের বিষয়টি অস্বীকার করেছে কেউ কেউ। আবার কয়েকটি কোম্পানি বলেছে, তারা তাদের সরবরাহকারীদের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
