আজ বৃহস্পতিবার কোলকাতায় কোলাম ডিজিটালের সাধারণ কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়,
বিশাল এই কার্জকরি সভায় কোলাম এর বিভিন্ন উন্নযনের বিষয় আলোচনায় উঠে আসে।কোলাম ডিজিটালের এর ব্যাবস্থাপনা পরিচালক বাবু এস,পি গোলদার সভা পরিচালনা করেন।
বিশাল এই আলোচনা সভায কোলাম এর চেয়ারম্যান শেখ আতিয়ার রহমান দীপু উপস্থিত না থাকলেও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোলাম এর বাভিন্ন উন্নযনের বিষয় নিয়ে প্রতিনিধি ও পরিচালকবৃন্দের সাথে কথা বলেন ।
অনেক উদ্দিপনার মাধ্যমে মধেণ্হ ভোজের আয়োজন করা হয়। আলোচনা সভা চলে মধ্যণ্হ বোজের পরেও।
কোলাম এর চেয়ারম্যান শেখ আতিয়ার রহমান দীপু ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, কোলাম ডিজিটালকে গ্রাহক সেবায় নিয়োজিত করতে হবে এবং কোলাম এর গ্রাহক সেভা দোড় ঘোড়ায মাটি ও মানুষের কাছে পৌছৈ দিতে হবে।কোলাম ডিজিটাল একটি মানব সেবা মূলক সংগঠন, কোলাম মানুষের সেবক হতে চায।
উক্ত সভায আরো উপস্থিত ছিলেন, কোলাম ডিজিটালের পরিচালক মৌসুমী চক্রবতি, আর এস তেয়ারী, বাবু গৌতম ঘোষ, কিশোর কুমার রয়, নিত্ত নন্দন দে সহ আরো অনেকে।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
