এখন থেকে আমাদের নিয়মিত লেখক, সাহিত্যিক, কলামিস্ট, সমসাময়িক বিশ্লেষক ও আবৃতিকর জনাব সঞ্জুখান, তিনি আমাদের দৈনিক যুবকন্ঠে নিয়মিত থাকবেন। তার অনবদ্ধ সৃষ্টিশীল কাব্য গ্রন্থ, সমসাময়িক ফিসার ও অনবদ্দ প্রেমকাহিনীর সমন্বয়য়ে সমস্ত মিউজিক ভিডিও এবং কবিতা নিয়ে আমাদের নিউজ পেপারে নিয়মিত থাকবেন।
সম্মানিত পাঠক ও ফ্লোয়ার বৃন্দকে সবসময় জনাব, সঞ্জুখান এর অনবদ্ধ সৃষ্টি দেখা, শুনা এবং পড়ার জন্য বিনয়ের সাথে সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি।
(ধারা বাহিক চলবে)
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
