নাটোরের সিংড়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত মহিদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার নাছিয়ারকান্দি গ্রামে নিজ বাড়িতে গত শুক্রবার দুপুরে প্রতিবেশী ওই শিশুকে একা পেয়ে জোরপূর্বক নির্যাতন করে মহিদুল ইসলাম। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
অপরাধির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিশুটির বাবা।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আর
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
