কলকাতা প্রতিনিধি: আধুনিকতা, নান্দনিকতা আর শৈল্পিক রুচিশীল পোশাকের মহা-সমারোহ নিয়ে কলকাতার রাজারহাটে সাসকো বাজার প্রাইভেট লিমিটেডের আউটলেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
আজ মঙ্গলবার কলকাতা সময় বিকাল ৩:৩০ ঘটিকায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। কলকাতা চেম্বার অব কমার্সের সম্মানীত সদস্যবৃন্দসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী ফিতা কাটেন সাসকো বাজারের সহযোগী পরিচালক হিবজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভিডিও কনফান্সের মাধ্যমে ভার্চুয়াললি অংশগ্রহন করেন সাসকো গ্রুপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিয়ার রহমান দীপু।
সাসকো বাজারের এই আউটলেটে ৩০০এর অধিক পণ্য পাওয়া যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ছেলেদের শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ট্রাউজার, ডেনিম প্যান্ট, ডেনিম শার্ট, জ্যাকেট, জগার, হুডি, লেডিস টি-শার্ট, লেডিস ট্রাউজার, সেক্সি শর্ট্স, লেগিংস, লেডিস জ্যাকেট এবং বাচ্চাদের বিভিন্ন আকর্ষণীয় ডিজাইনের পোশাক।
উদ্বোধন উপলক্ষ্যে এই আউটলেটের যে কোন পণ্যে ১৫% মূল্যছাড় দিচ্ছে সাসকো বাজার। আগামী ১৫ অক্টোবর ২০২০ পর্যন্ত এ অফার চলবে।
সাসকো বাজারের ওয়েবসাইট: www.saascobazar.in
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
