‘বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে বাংলাদেশের ওপর যেন কোনো আঘাত না আসে, সেজন্য সরকার কিছু আগাম পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ তেল ও গ্যাসের কোনো সংকট নেই, দেশবিরোধী রাজনীতি যারা করেন তারা রাজনৈতিক সংকটে পড়ে এসব অপপ্রচার চালাচ্ছেন।’
বুধবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আওয়ামী লীগ কার্যালয়ের ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত মাওলাগঞ্জ বাজারে এ বি তাজুল ইসলাম মিলনায়তনে আলোচণা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ যেন ভবিষ্যতে কোনো সংকটে না পড়ে, সরকার সেই ব্যবস্থা গ্রহণ করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশে ব্যাপক উন্নয়ন করেছে,নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিজস্ব ভূমিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় এটিই প্রথম। নান্দনিক এ রাজনৈতিক কার্যালয়টি হবে চারতলাবিশিষ্ট।
জেলার আশুগঞ্জ নৌ-বন্দরে ইন্টার কন্টেইনার টার্মিনাল (আইসিটি) নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটির কাজ অনেক দূর এগিয়ে গেছে। ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগ ও টেন্ডার হয়েছে। তাছাড়া জমি অধিগ্রহণ হয়েছে ছয় শ কোটি টাকায়। আশুগঞ্জের এই বন্দরটি আন্তর্জাতিক নদীবন্দর হবে।
বাঞ্ছারামপুর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এমপি এ বি তাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, পৌর মেয়র তফাজ্জল হোসেন, কৃষক লীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা প্রমুখ।