![]()
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০২ জন আসামিসহ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি।
৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বিশেষ টহলদল আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, WINCEREX কফ সিরাপ, শাড়ি, কম্বল ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২,১২,৬০০/- (দুই লক্ষ বারো হাজার ছয়শত) টাকা।
এ সময় অভিযানস্থল থেকে ০২ জন চোরাচালানকারীকে আটক করা হয়। আটক আসামি হলেন যশোরের চৌগাছা থানার সুখ পুকুরিয়া,ইন্দ্রপুর গ্রামের নবীসদ্ধি ছেলে শাহিন আলম (৩০) ও হিজলী গয়রা গ্রামের মন্টু মিয়া ছেলে বিল্লাল হোসেন (৩৪)
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

