নেপালে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। নিহতের সংখ্যা বাড়তে পারে।
শুক্রবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ ভূমিকম্প আনুভূত হয়। এর কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল নেপালের জুমলা থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে।
ন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পে নেপালের বহু ঘরবাড়ি ও ভবন বিধ্বস্ত হয়েছে। বহু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পে দেশটির জাজারকোট ও পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জাজারকোটে একজন মেয়রসহ ৪৪ জন এবং পশ্চিম রুকুমে ৩৬ জন মারা গেছেন।
এদিকে, ভূমিকম্পটি ভারতের বিভিন্ন রাজ্যেও আঘাত হেনেছে। বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারে। তবে, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ২২ অক্টোবর ৬ দশমিক ১ মাত্রায় ভূমিকম্পে দেশটির কাঠমান্ডু উপত্যকা এবং পার্শ্ববর্তী জেলাগুলো কেঁপে ওঠে। তবে, ক্ষয়ক্ষতি বা কোনো হতাহত হয়নি।
উল্লেখ্য, ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পে প্রায় নয় হাজার মানুষের মৃত্যু হয়েছে। সূত্র : কাঠমান্ডু পোস্ট