![]()
রাজধানীর মিরপুরে বিআরটিসি বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে মিরপুর ১০ এ জ্যামে আটকে থাকা একটি দোতলা বাসের সিটে আগুন লাগানো হয়।
এতে তিনটি সিট পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও মো. শামীম (৪৫)। আসামীদের জিজ্ঞাসাবাদ আব্যহত আছে।
এর আগে আজ রাত ৮টা ২৫ মিনিটে মিরপুর-১ নম্বর বেড়িবাঁধ এলাকায় মানারাত বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

