![]()
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ২৩০ বোতল ভারতীয় WINCEREX সিরাপ আটক করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, বিজিবি’র নিয়মিত আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকায় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৩০ বোতল ভারতীয় WINCEREX সিরাপ আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও অন্যান্য সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

