ভোলা প্রতিনিধি
ভোলার ইলিশায় ৩ কেজি গাঁজাসহ মো. বাচ্চু (৩১) নামের এক যুবককে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরের দিকে পুলিশের পক্ষ থেকে বিষয়টি গনমাধ্যমকে জানান হয়।
পূর্বে বৃহস্পতিবার রাত পৌনে ২ টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ডের ইলিশা ফেরিঘাটের মোহাম্মদ হোসেনর চায়ের দোকানের সামনে পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. বাচ্চু ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম চর কালি গ্রামের সেলিম মিয়ার ছেলে। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শ (এসআই) মো. গোলাম আযম এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শ (এসআই) মো. গোলাম আযম, এএস আই গুলজার হোসেন, এএস আই মাইনুল হাসান, এ এস আই রিপন খান ও সঙ্গীয় ফোর্সে নিয়ে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ডের ইলিশা ফেরিঘাটে অভিযান চালিয়ে মোহাম্মদ হোসেনর চায়ের দোকানের সামনে পাকা সড়কের উপর থেকে মো. বাচ্চু নামের এক ব্যক্তির ব্যাগ তল্লাসী করে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা
দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
