ভারত-শাসিত কাশ্মীরে কী হচ্ছে বা হতে যাচ্ছে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বিজেপি সরকারের দাবি মতো সত্যিই পাকিস্তানি সন্ত্রাসীরা ঢুকে বড় ধরনের হামলা চালাবে, নাকি ভেঙে তিন টুকরো করা হবে রাজ্যটিকে? নাহলে কেনইবা হঠাৎ অতিরিক্ত দশ হাজার সেনা মোতায়েন করা হলো, তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হলো লাখ লাখ তীর্থযাত্রী ও পর্যটকদের? বন্ধ করা হলো মোবাইল ইন্টারনেট?
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
